নতুন শিক্ষাক্রমের অষ্টম ও নবম শ্রেণির বই লেখার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, “আগামী বছর নতুন কারিকুলামের অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবই লেখার কাজ শুরু হয়েছে। যথাসময়ে শিক্ষার্থীরা বই হাতে পাবে। আগামী বছর কারিকুলাম বাস্তবায়নের জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ চলতে থাকবে।”

সোমবার (২৪ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে তিনি কথা জানান।

পাঠ্যবইয়ের ভুল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “পাঠ্যবইয়ের মান নিয়ে অনেকে কথা বলেছেন। এবার সবাই সচেতন। আশা করি, মেজর ভুল থাকবে না। আমরা চেষ্টা করবো নির্ভুল পাঠবই দিতে। আগামী বছর অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবই পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যাবে।”

শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “ধারাবাহিভাবে শিক্ষক প্রশিক্ষণ চলতে থাকবে। সব শিক্ষকের মান একরকম না। অনেক শিক্ষক রয়েছেন, যারা নতুন শিক্ষাক্রমের বিষয়টি আয়ত্ত করে ফেলেছেন। তারা ভালোভাবেই চালাচ্ছেন। আর কিছু শিক্ষক অত ভালো ধরতে পারেনি বা অভ্যস্ত হননি, তাদের হয়তো আরও সময় লাগবে। আর কিছু শিক্ষক রয়েছেন, তিন বছর পরও চিল্লাবেন, যাদের কোচিং বন্ধ হবে, গাইড বই, নোট বই বন্ধ হবে তারা। শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমে কোনও সমস্যা নেই, তারা ভালোভাবে বুঝতে পারছে।”

ঈদের পর সোমবার দুপুরে মন্ত্রণালয়ে আসেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর নিজ দপ্তরে সংস্কার কাজ চলার কারণে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর কক্ষে যান। উপমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি উপমন্ত্রীর কক্ষে প্রায় ঘণ্টাখানেক অফিসিয়াল কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *