ডিসেম্বরে আসতে পারে টিকা, সহজলভ্য হতে আরও কয়েক মাস: অ্যান্থনি ফাউসি
প্রিয় প্রতিবেদন: প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, নিরাপদ ও কার্যকর প্রমাণিত হলে এ বছরের শেষে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯–এর টিকা পাওয়া যেতে পারে। ফাউসি বলেন, টিকার প্রথম ডোজটি সীমিত আকারে মানুষকে দেওয়া হবে। তবে সবার কাছে পৌঁছাতে আরও কয়েক মাস লাগবে। বিবিসিতে প্রচারিত এক ভিডিওতে এসব কথা বলেন ফাউসি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, এ বছরের শেষে করোনাভাইরাসের টিকা আসবে। সঞ্চালক এ সময় জানতে চান, ট্রাম্প টিকার গ্যারান্টি দিচ্ছেন কি না। ট্রাম্প বলেন, তিনি গ্যারান্টি দিচ্ছেন না। তবে এ বছরের শেষে টিকা আসবে।