বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোনও ব্যক্তি বা দল নির্ভর নয়: পররাষ্ট্র সচিব
প্রিয় প্রতিবেদন: প্রকাশ:০৩ নভেম্বর ২০২০
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোনও ব্যক্তি বা দল নির্ভর নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, ‘এটি প্রাতিষ্টানিক কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠিত। সেই হিসেবে আমি মনে করি না যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে বাজার রয়েছে সেটিতে (নির্বাচনের) কোনও প্রভাব পড়বে। যে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে সেটিও যথেষ্ঠ ঊর্ধ্বমুখি।’
এই সম্পর্ক ধরে রাখাটাই কাজ হবে জানিয়ে তিনি বলেন, ‘এমন কোনও ঈঙ্গিত পাইনি যে কোনও ব্যক্তির জয়লাভের কারণে এর বিপরীত কোনও পরিস্থিতি তৈরি হবে। আমাদের যে দাবিগুলো আছে তারা বিভিন্ন কারণে কিছু সুবিধা স্থগিত করেছিল। তার জন্য কূটনৈতিক চেষ্টা থাকবে সেগুলো পুনস্থাপন করার জন্য। তবে অবশ্যই যদি সরকার পরিবর্তন হয় তবে নতুন করে শুরু করতে হবে।’ মঙ্গলবার (৩ নভেম্বর) তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কেউ বলতে পারছে না কে জিতবে। তবে অনেকে ডেমোক্র্যাটদের এগিয়ে রেখেছেন।’
যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি স্টিফেন বিগ্যানের সফরের সময়ে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা নিয়ে ধোঁয়াশার বিষয়ে সচিব বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তা আমাদের কোনও নির্দিষ্ট প্রস্তাব দেয়নি। ওই দিন বিগ্যান আমাদেরকে সাধারণভাবে বলেছেন ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ এবং আমরা বলেছি অর্থনৈতিক যে কোনও প্রস্তাবে আমরা আলোচনা করতে প্রস্তুত।
ভাসানচরে রোহিঙ্গা পাঠানোর বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে ৩০৬ জন রোহিঙ্গা ভাসানচরে অবস্থান করছে। আমরা আরও ৩০০ থেকে ৪০০ জনকে নিয়ে যাওয়ার চিন্তা করছি।